নওগাঁর মহাদেবপুরে শুক্রবার (২০ জানুয়ারি) দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ২৩ বছর পদার্পণ ও ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুরে কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মহাদেবপুর শাখার সভাপতি বরুন মজুমদারের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাদেবপুর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি।
দৈনিক ইত্তেফাক মহাদেবপুর উপজেলা প্রতিনিধি ও চলচিত্র পরিচালক আজাদুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ভোরের দর্পণ মহাদেবপুর উপজেলা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান।
এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন, মহাদেবপুর বাস স্ট্যান্ড বণিক সমিতির সভাপতি মোঃ মনিরুল হক মনি, দৈনিক যুগান্তরের মহাদেবপুর উপজেলা প্রতিনিধি মোঃ আইনুল হোসেন, দৈনিক মুক্ত সকাল মহাদেবপুর উপজেলা প্রতিনিধি মোঃ মাহবুব উল আলম প্রমুখ।
পরে কেক কেটে দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০