নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে দুর্নীতি দমন ও প্রতিরোধ করনীয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ দিবস।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০ টায় আলাচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ আলোচনা সভার আয়াজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। উপজলা নির্বাহী অফিসার মো. আবু হাসান এর সভাপতিত্বে এবং সাংবাদিক আজাদুল ইসলাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলাচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভমি) নুসরাত জাহান, থানার অফিসার ইনচার্জ মা: মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো: সুলতান মাহমুদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুবন চন্দ্র বর্মন প্রমুখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা সভার আগে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিএ।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০