নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে উপজেলা সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক সমিতির বিরুদ্ধে প্রতিদিন লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। সমিতির নাম সিন্ডিকট তৈরি করে জমির ক্রেতা বিক্রেতাদের জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এরা।
তাদের এ অনৈতিক কাজ বছরের পর বছর চলে আসলেও এর কোন সুরাহার উদ্যােগ নেয়নি কেউ।
অভিযোগ করা হয়েছে যে, সরকারি লাইসেন্সধারি দলিল লেখকরা দলিলের প্রতি পৃষ্ঠা লেখার জন্য নির্ধারিত হারে ফি পাবেন। যে কোন লেখকই দলিল লেখুক না কেন প্রতিটি দলিলে জন্য সমিতির নামে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত চাঁদা না দিলে সে দলিল রেজিষ্ট্রি হয়না।
এজন্য প্রতিটি দলিলের শেষে পাতায় সমিতির চাঁদা পরিশাধের একটি সাংকেতিক চিহ্ন দেয়া হয়। এভাবে সমিতির নামে আদায় করা কোটি টাকা সমিতির সদস্যদের মধ্যে বন্টন কের দেয়া হয়। অনেক দলিল লেখক কোন দলিল না লিখেও প্রতি মাস মোটা অংকের টাকা ঘরে বসেই পেয়ে যান। বছর শেষে সমিতির সদস্যদের নিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করে বছরে কক্সবাজার বিনামূল্যে দুসপ্তাহের ট্যুর দেয়া হয়।
উপজলা সদরের মৃত তাহের আলী মন্ডলের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী আজাদ রহমান অভিযোগ করেন যে, তারা মোট ২৯ জন গত ১৮ অক্টোবর মহাদবপুর সাব রেজিষ্ট্রি অফিসে ৭টি দলিল ৩ একর ২৭ শতক জমি রেজিষ্ট্রি করেন। জমির মালিকের কাছ থেকে ১ কোটি ৬৩ লক্ষ টাকায় সে জমি কিনেন। কিন্তু মহাদেবপুর মৌজার জমির সরকারি দাম বেশি নির্ধারণ করে থাকায় দলিল করতে হয়েছে ৩ কোটি ২০ লক্ষ টাকার। ওই টাকার উপর সরকারি ট্যাক্স, ভ্যাট দিয়েছেন ১৯ লক্ষ ৩ হাজার ৬০ টাকা। দলিল লেখা প্রভৃতির খরচ দিয়েছেন ৪৫ হাজার টাকা। এরপরও সমিতির নামে চাঁদা দিতে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। সমিতির চাঁদা পরিশোধ না করা পর্যন্ত দলিল রেজিষ্ট্রি হবেনা বলে জানালো তারা সে টাকা পরিশোধ করতে বাধ্য হন। পরে জানতে পারেন ওই চাঁদা নেয়া সম্পূর্ণ অবৈধ ও বেআইনী।
আজাদ রহমান এক ব্যক্তি এব্যাপারে বৃহস্পতিবার (২৭ অক্টাবর) মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
বিষয়টি জানতে বৃহস্পতিবার দুপুরে মহাদেবপুর দলিল লেখক সমিতির কার্যালয়ে গিয়ে কোন কর্মকর্তাকে পাওয়া যায়নি।
মোবাইলফানে ওই ৭টি দলিলের লেখক নুরুল ইসলাম সমিতির নাম ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা গ্রহণের কথা স্বীকার করে জানান, সমিতির নিয়মানুযায়ী তিনি ওই চাঁদার টাকা গ্রহণ করে সমিতিতে জমা দিয়েছেন। এত বেশি টাকা চাঁদা নেয়ার বিষয়ে তিনি বলেন, প্রতিটি দলিলের জন্য চাঁদার নির্ধারিত রেট রয়েছে। তবে উপজলার ১০ ইউপি চেয়ারম্যান, বড় কর্মকর্তা, রাজনৈতিক দলর নেতা ও সাংবাদিকদের জন্য কিছুটা ছাড় দেয়া হয়।
সরকারি দলের প্রথম সারির একজন নেতা জানান, তিনিসহ দুইজন নেতা ওই ৭টি দলিলের জন্য দাবি করা ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদার পরিমাণ কিছু কমানোর অনুরাধ জানালেও সমিতির নেতারা তা মানেননি।
জানতে চাইল মহাদেবপুর দলিল লেখক সমিতির সভাপতি কাওসার আলী ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন এবিষয়ে কোন সদুত্তর দিতে পারেননি। ১ লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা নেয়া হয়েছে কিনা তা অফিস গিয়ে কাগজপত্র দেখার পর বলতে পারবেন বলে জানান।
উপজেলা সাব রেজিষ্ট্রার আব্দুর রশিদ মন্ডল জানান, তিনি মূলত: আত্রাই উপজেলার দায়িত্ব রয়েছেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহ দুদিন মঙ্গলবার ও বুধবার মহাদেবপুরে অফিস করেন। সমিতির নামে চাঁদা নেয়া হয় কিনা তা তিনি জানেন না বলে জানান।
তব চাঁদা নিয়ে থাকলে তা মোটেও ভাল কাজ নয়। বিষয়টি দেখার দায়িত্ব তার কিনা তারও কোন সদুত্তর তিনি দিতে পারেননি।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিষয়টি দু:খজনক। এরকম চাঁদাবাজি হয়ে থাকলে অবিলম্বে তা বন্ধ করতে হবে। বিষয়টি তদন্ত করে প্রয়াজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০