মহাদেবপুরে ট্যাপেন্টাডল ও ইজিয়াম ট্যাবলেট সহ মা-মেয়ে আটক - খবর ২৪ ঘণ্টা
প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২১, ১০:২৮ পি.এম
মহাদেবপুরে ট্যাপেন্টাডল ও ইজিয়াম ট্যাবলেট সহ মা-মেয়ে আটক
নওগাঁর মহাদেবপুরে ট্যাপেন্টাডল ও ইজিয়াম ট্যাবলেটসহ মা দিলজান বেগম (৫০) ও মেয়ে তাছলিমা আক্তার (২৯) কে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলা সদরের কাচারীপাড়া ভূমি অফিস সংলগ্ন বস্তি থেকে তাদের আটক করা হয়। দিলজান ওই বস্তির মৃত বেলালের স্ত্রী।
পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদের নেতৃত্বে এসআই আবু রায়হান, এসআই জাহাঙ্গীর, এসআই এমদাদ, এসআই সাইফুল, এসআই সামিনুল, এসআই জাহিদ ও এএসআই ইউসুফসহ একদল পুলিশ উপজেলা সদরের ভূমি অফিস সংলগ্ন বস্তিতে অভিযান চালিয়ে ৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৭২ পিস ইজিয়াম ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৪ হাজার ৪শ' ৫০ টাকাসহ তাদেরকে আটক করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ এসব তথ্য নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০