নিজস্ব প্রতিবেদক : নওগাঁর মহাদেবপুরে জোর করে টিন দিয়ে ঘিরে জমি দখলের অভিযোগ উঠেছে। জমি দখলকে কেন্দ্র করে ওই এলাকায় জমির কাছে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমির মালিক ভুক্তভোগী মোকসেদ অভিযোগ করে জানান ,গত ১৯৭৮ সাল থেকে তারা জমিটি ভোগদখল করে আসছেন। ২০ বিঘা জমি দীর্ঘদিন ধরে তারা ভোগ দখল করে আসলেও গত ছয়-সাত বছর ধরে হঠাৎ করে স্থানীয় পলাশ ও শহিদুলের নেতৃত্বে কিছু লোক জমিটি দখলের চেষ্টা করে। তাদের কাছে কি জমির কাগজপত্র
আছে এ বিষয়ে জানতে চাইলে তারা সঠিক কোন কাগজ দেখাতে পারেনি। কিন্তু জোর করে জমি দখলের পাঁয়তারা করে আসছে। এদিকে, শুক্রবার ভোর চারটা থেকে তারা ৩০-৩৫ জন লোক নিয়ে ২০ বিঘা জমির উপর টিন দিয়ে ঘিরে জমিটি দখলের চেষ্টা করছে। বিষয়টি জানতে পেরে তারা ঘটনাস্থলে গেলে পূর্ব থেকে উপস্থিত দখলকারীরা তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে জমি থেকে সরে যাওয়ার জন্য বলে। মোকসেদ অভিযোগ করে আরো বলেন জমি দখলের খবর পেয়ে প্রথমে ওই পক্ষকে নিষেধ করলেও তারা নিষেধ না শোনায় উল্টো আমাদেরকেই হুমকি দেয়। বিষয়টি আমরা মহাদেবপুর থানায় জানালে মাধবপুর থানার ওসি বলেন, এখন সকালে থানায় ফোর্স নাই বেলা হলে দেখা যাবে। কিন্তু এখনো ঘটনাস্থলে পুলিশ আসেনি।
এ বিষয়ে খবর ২৪ ঘণ্টার পক্ষ থেকে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি নজরুল ইসলাম জুয়েল এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল সেখানে ফাকা কিছু নেই। ভুক্তভোগির বরাত দিয়ে জমিটি ঘেরা হচ্ছে এমন কথা বললে তিনি বলেন বিষয়টি আমি দেখছি।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০