নওগাঁর মহাদেবপুরে জেলা পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য পদে গোলাম নূরানী আলাল নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) ৭ নম্বর মহাদেবপুরে সর্বমঙ্গলা (পাইলট) উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক জানান, ৭ নম্বর ওয়ার্ড সাধারণ সদস্য পদ ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এ ওয়ার্ডের ১২০ জন ভোটারদের মধ্যে ৬৯ ভোট পেয়ে মো.গোলাম নূরানী আলাল (তালা) মার্কা প্রতীকে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিপন বিশ্বাস (টিউবওয়ল) মার্কায় ২৫ ভোট পেয়েছেন।
এ কেন্দ্রে ১২০ জন ভোটারদের মধ্যে ১১৮টি ভোট কাস্ট হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু হাসান জানান, জেলা পারিষদ নির্বাচনে ইভিএমে মাধ্যমে স্বচ্ছতার সাথে সুন্দর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং গোলাম নূরানী আলাল (তালা) মার্কায় ৬৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০