নওগাঁর মহাদেবপুরে দিন-দুপুরে প্রকাশ্যে ১৪ লক্ষ টাকা ছিনতাই মামলার আরও ২ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, পাঁচবিবি উপজেলার দমদমা গ্রামের জয়নাল আবদীনের পুত্র রবিউল ইসলাম রেজা ও জয়পুরহাট সদরের শান্তিনগর গ্রামের আশরাফ আলীর পুত্র আবু রায়হান রাসেল। গত বুধবার রাতে মহাদেবপুর থানা পুলিশের একটি টিম জয়পুরহাট পুলিশের সহযোগিতায় জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এর আগে গত ১৯ মার্চ এ মামলার আরো ২ আসামীকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। তারা হলো জয়পুরহাটের কাশিয়াবাড়ি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম ও তেঘরবিশা গ্রামের মৃত মাহতাব উদ্দিন মন্ডলের ছেলে লিমন হোসেন মিন্টু। জানা গেছে, গত ১৬ মার্চ বিকেলর মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের বলেট গ্রামের মৃত মনছুর আলী সরদারের ছেলে ধান ব্যবসায়ী মো. আব্দুল জব্বার ১৪ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে নজিপুর থেকে বাড়ি ফেরার সময় পথিমধ্যে মাতোজী-মহাদেবপুর সড়কের বলেট পৌঁছালে ২টি মোটরর সাইকেলে থাকা অজ্ঞাতনামা ৪ জন ব্যক্তি তার চোখ মুখে মরিচের গুড়া ছিটিয়ে এবং মারপিট করে ১৪ লক্ষ ১০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায়। এ ঘটনায় ধান ব্যবসায়ী মো. আব্দুল জব্বার বাদী হয়ে মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো:. মোজাফফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ আসামীরা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০