নওগাঁর মহাদেবপুরে ছাগল চুরির অভিযোগ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদারসহ (২২) দুইজনকে আটক করে গণধোলায়ের পর থানায় সোপর্দ করেছেন গ্রামবাসী।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (১১ নভম্বর) দুপুরে উপজেলার সেফাপুর ইউনিয়নের ঈশ্বর লক্ষীপুর গ্রামে। আটককৃতরা হলো, উপজেলার সেফাপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামের মো. আবু বক্কর সিদ্দিকের পুত্র ও মহাদেবপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুন্না সরদার (২২) এবং মৃত মোশারফ হোসেনর পুত্র মুক্তার হোসেন (৩৫)। তারা দুইজন সম্পর্কে মামা-ভাগ্নে।
স্থানীয় বাসিদা ও পুলিশ সূত্রে জানা যায়, মুন্না সরদার ও মুক্তার হোসেন এ দিন দুপুরে দক্ষিণ লক্ষীপুর গ্রামের জয়নাল আবদীনের একটি গাভীন ছাগল চুরি করে মোটরসাইকেল যোগ দক্ষিণ লক্ষিপুর থেকে ঈশ্বর লক্ষীপুরের দিকে যাচ্ছিলেন। দুপুর পৌনে ১ টার দিকে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় এক পথচারীকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে আহত হন।
এ সময় মসজিদে যাতায়াতকারী মুসল্লীরা তাদেরকে আটকিয়ে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানোর বিষয় জানতে চাইলে তারা বলেন, অসুস্থ ছাগলটির চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তাদরে আচরণ দেখে সন্দেহ হলে তারা ইউপি সদস্য আব্দুস সাত্তারকে মোবাইল ফোন বিষয়টি জানান।
পরে বিকেল সাড়ে ৩টার দিকে সেফাপুর ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম বাচ্চুসহ গণ্যমান্য লোকজন গ্রামেই শালিস বসিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালান। সেখানে গ্রামবাসীর চাপের মুখে বিষয়টি মিমাংসা করতে ব্যর্থ হয়। পর গ্রামবাসীরা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মুন্না সরদার ও মুক্তার হোসেনকে আটক কর এবং মাটরসাইকল ও ছাগলটি জব্দ কর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছাগল চুরির অভিযোগে আটককৃত দুই জনকে আদালতে সোপার্দ করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০