মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে জেলা পুলিশের উদ্যোগে উপজেলার ১০ ইউনিয়নের ৮৫জন গ্রামপুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া’র (বিপিএম) উদ্যোগে সহযোদ্ধাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তার ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার সকল গ্রামপুলিশদের মাঝে ঈদের শুভেচ্ছা উপহার লাচ্ছা সেমাই, চিনি ও দুধের প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও একই অনুষ্ঠানে উপজেলার ৫জন আতœসমর্পণকারী মাদক ব্যবসায়ীকেও ঈদের শুভেচ্ছাস্বরূপ ৫শ টাকা করে প্রদান করা হয়।
২২ মে শুক্রবার সকাল ১১ টায় মহাদেবপুর থানা চত্ত¡রে এএসপি মহাদেবপুর সার্কেল আবু সালেহ মোহাম্মদ আশরাফুল আলম উপস্থিত থেকে গ্রাম পুলিশ ও আতœসমপর্ণকারী মাদক ব্যবসায়ীদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জুয়েল, ওসি তদন্ত মোঃ সিদ্দিকুর রহমান, এস আই এরশাদ, রুহুল আমিন, জাহাঙ্গীর আলমসহ সকল পুলিশ অফিসার ও পুলিশসদস্যগণ।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০