নওগাঁর মহাদেবপুরে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডার ১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) সবিন মুন্ডার কালনা গ্রামের নিজ বাড়ীতে শ্রদ্ধাঞ্জলী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কিসটিনা টপ্যর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুল, ওয়ার্কাস পার্টির নেতা লিয়াকত আলী লিকু, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় নেতা গণেশ মারডি, সুবাস হেম্ব্রম, জাতীয় আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় সম্পাদক নরেন পাহান, জাতীয় আদিবাসী উপদেষ্টা দেবাশীষ দেবু, রাইগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আরিফুর রহমান,মহাদেবপুর প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি আজাদুল ইসলাম আজাদ প্রমুখ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০