নওগাঁর মহাদেবপুরে এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালুশহর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের কার্যিনর্বাহী সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী সৌরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন। এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগে সভাপতি শাহাদত হোসেনের সভাপতিত্বে বর্ধিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি ও সাবেক রাইগাঁ ইউপি চেয়ারম্যান মনজুর আলম মঞ্জু, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মুহা: মাহবুবুর রহমান ধলু, উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ ময়নুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, এনায়েতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিঞা, রাইগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আরিফুর রহমান, খাজুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন, সাবেক সভাপতি শফিকুল ইসলাম, চাঁন্দাশ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাজু আহমেদ।
বিএ...
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০