খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: সম্প্রতি নিজের অসুস্থতা নিয়ে টুইটারে মুখ খুলেছিলেন। আর সূত্রের খবর, সেই জটিল অসুখ আর কিছুই নয় বরং ক্যানসার। বলিউডের অন্দরমহলের খবর, মস্তিষ্কের ক্যানসারে ভুগছেন জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান। আর যে টিউমারটি তাঁর মস্তিষ্কে বাসা বেঁধেছে তার নাম ডেথ অব ডায়গোনসিস। ইতিমধ্যে অভিনেতাকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। সম্প্রতি নিজের অসুস্থতা নিয়ে টুইটারে মুখ খুলেছিলেন তিনি। লিখেছেন, তাঁর শরীর একেবারেই ভাল নেই। বেশ কঠিন রোগে আক্রান্ত। কিন্তু হাল ছাড়ছেন না।
পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা সব সময় পাশে আছেন। সুস্থ হয়ে উঠতে ভক্তরা যেন তাঁকে সাহায্য করেন, তাঁর পাশে থাকেন, সেই আবেদনও জানিয়েছিলেন ইরফান। সঙ্গে অনুরোধ করেছিলেন, তাঁর অসুখ নিয়ে যেন কোনও রকম গুজব ছড়ানো না হয়। যদিও কী অসুখ, সে–ব্যাপারে কোনও কথা বলেননি। বলেছেন, রিপোর্ট এলে নিজেই জানাবেন। কিছু দিন আগেই পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছিলেন, ইরফান জন্ডিসে আক্রান্ত। চিকিৎসকেরা বিশ্রামের পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, বিশালের পরের ছবিতে কাজ শুরু করার কথা ছিল ইরফানের। ছবিতে ইরফানের সঙ্গে স্ক্রিন শেয়ার করার কথা দীপিকা পাড়ুকোনেরও। ইরফানের অসুস্থতা এবং দীপিকার পিঠের ব্যথার জন্য ছবির কাজ কয়েক মাস পিছিয়ে দিতে হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০