ময়মনসিংহের গফরগাঁও ও ত্রিশাল উপজেলায় বজ্রপাতে এক শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুই শিশু।
রোববার (২১ মে) সন্ধ্যার দিকে গফরগাঁওয়ের নিগুয়ারি তল্লী গ্রামে এবং ত্রিশালের কানিহরি কোটপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিগুয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজউদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলো— তল্লী গ্রামের জহির উদ্দিনের ছেলে আসিফ (১৫) ও ত্রিশালের কানিহরি ইউনিয়নের কোটপাড়া গ্রামের আবুল ফরাজীর ছোট ছেলে জুনায়েদ (৯)। আহত দুই শিশুর নাম জানা যায়নি।
নিগুয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজউদ্দীন আহমদ বলেন, বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে খেলাধুলা করার সময় বজ্রপাতে কিশোর আসিফ ঘটনাস্থলে মারা যায়। একই সময়ে ত্রিশালে কোটপাড়া গ্রামে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই জুনায়েদের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুই শিশু।
ত্রিশালের কানিহরি ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মণ্ডল জানান, আহতদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০