পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের বিদেশ সফরের অনুমতি দিলো না মোদি সরকার। মমতার সঙ্গে এ নিয়ে ৩ বার এমন ঘটনা ঘটালো।
শুক্রবার (১০ ডিসেম্বর) মমতার নেপাল সফরে যাওয়ার কথা থাকলেও অনুমতি দেয়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, নেপাল সরকারের আমন্ত্রণে ১০-১২ ডিসেম্বর একটি কনভেনশনে যোগ দিতে যাওয়ার কথা ছিলো মমতার। কিন্তু সেই সফরে ছাড়পত্র দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এভাবে একের পর এক বিদেশ সফরে বাধা দেওয়ার প্রতিবাদে ভারতীয় পার্লামেন্টে সোচ্চার হবেন তৃণমূল কংগ্রেসের সদস্যরা।
এদিকে মমতাকে কেন নেপাল সফরের অনুমতি দেওয়া হয়নি, সে বিষয়ে কিছুই জানায়নি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০