খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: লেনোভোর মালিকানাধীন মটোরলা সম্প্রতি ভারত-ভিত্তিক বাজারে ৬ জিবি র্যামের স্মার্টফোন এনেছে। মধ্যম বাজেটের শক্তিশালী র্যামের ‘মটো এক্স৪’ এবার মোবাইলের বাজারে ঝড় তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এতে অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম নিয়ে আসছে। গত বছরের নভেম্বরে আনা হয়েছিল ৪ জিবি র্যাম।
মটো এক্স৪ এসেছিল ৫.২ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। একে রক্ষা করবে কর্নিং গরিলা গ্লাস। আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। পেছনে ডুয়াল ক্যামেরা। একটি ১২ মেগাপিক্সেল সেন্সরের এফ/২.০ অ্যাপারচার আর অন্যটি ৮ মেগাপিক্সেলের এফ/২.২ অ্যাপারচারের, আছে এলইডি ফ্ল্যাশ। সেলফি ক্যামেরা শক্তিশালী। ১৬ মেগাপিক্সেলের এফ/২.০ অ্যাপারচারের ক্যামেরায় দারুণ ছবি ওঠে।
৩০০০এমএএইচ ব্যাটারি বেশ দ্রুত চার্জ হয়। ইউএসবি টাইপ সি পোর্ট সে কাজটি খুব ভালোভাবেই সম্পন্ন করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০