খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: পহেলা বৈশাখ বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ঈমান ও ইসলাম বিরোধী আখ্যায়িত করে মাদ্রাসায় অনুষ্ঠান পালনের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটির ঢাকা মহানগর সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী এ দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, শোভাযাত্রা ইসলাম বিরোধী। মুসলিম শিক্ষার্থীদেরকে ঈমান বিরোধী রীতি পালনে রাষ্ট্র কখনোই বাধ্য করতে পারে না। এটা নাগরিকদের অধিকার রক্ষার সংবিধানের মৌলিক নীতিমালার ঘোরতর বিরোধী। কারণ সংবিধানে প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার দিয়েছে। সুতরাং সংবিধান মতে ধর্মবিরোধী কাজে সরকার বাধ্য করতে পারে না।
কাসেমী আরো বলেন, আমরা দেশীয় রীতি ও সংস্কৃতির বিরোধী নই। তবে সংস্কৃতির লেবেল সেঁটে দিয়ে মুসলমানদের ঈমান হরণ করার আয়োজনে তো চুপ থাকার সুযোগ নেই।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০