খবর২ ৪ঘণ্টা,ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভয় বলতে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। আমি রাজনৈতিক পরিবারে বড় হয়েছি। ছোটবেলা থেকেই রাজনীতি করে আসছি। রাজনৈতিক পরিবারে জম্ম; আমার পিতাকে দেখেছি কীভাবে বাংলাদেশ স্বাধীন করে। কেউ ভয় দেখালে আমি ভয় পেয়ে যাব?’
আজ মঙ্গলবার গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
আজারবাইজানের বাকুতে গত ২৫ ও ২৬ অক্টোবর অনুষ্ঠিত ন্যাম সম্মেলনে অংশ নিয়ে
গত রোববার দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এরই পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের
আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি রাজনীতি পরিবারের সন্তান। ছোটবেলা
থেকেই রাজনীতি দেখে আসছি। ভয় বলতে কোনো শব্দ আমার মধ্যে নেই, রাজনৈতিক
পরিবারে জম্ম; আমার পিতাকে দেখেছি কীভাবে বাংলাদেশ স্বাধীন করে দিয়েছেন ।
ভয় শব্দটা আমার মধ্যে নেই। ছোট বেলা থেকেই নেই,এখন তো নেই। ভয় থাকলে আমি
অভিযানে নামতাম না। আমি যখন নেমেছি তখন কোন দলের আমার কাছে বিবেচ্য বিষয়
নয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন দিয়ে দেশ
স্বাধীন করেছে। তাহলে আমি ভয় পাব কেন? যারা ভয়ের কথা বলছে; তারা সব সময়
দুর্নীতি নিয়ে ব্যস্ত ছিল। ২০০১ সালে বিএনপি জামায়াত অনেক নির্যাতন করেছে।
তারা সজীব ওয়াজেদ জয়কে কিডন্যাপ করার চেষ্টা করে হত্যা করতে চেয়েছিল।
কিন্তু আমেরিকার এফবিআই সেটা তদন্ত করে বের করে এ ঘটনায় বিএনপি জড়িত ছিল।’
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘চৌদ্দ দলের বৈঠকে তার বক্তব্যর জন্য তিনি ক্ষমা চেয়েছেন। এটা চৌদ্দ দলই সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমি নাক গলাতে চাই না। কেননা আমি এটা নিয়ে কথা বললে অনেক কিছুই বলতে হবে। আর আমি এসব নিয়ে থাকলে দেশ চালাব কখন? আমি দেশের উন্নয়নের সূচককে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর আমার ডিকশনারিতে ভয় নামের কোনো শব্দ নেই।
’খবর২৪ঘণ্টা/ জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০