নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীর একটি ফার্মেসীতে অভিযান চালিয়ে মেয়দৌত্তীর্ণ ড্রাগ লাইসেন্স, স্যাম্পল ওষুধ ও পট বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় ফার্মেসী বন্ধ রেখে প্রতিবাদ করেছে মালিকরা। রোববার রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্রে জানা গেছে, নগরীর লক্ষীপুরে অবস্থিত সুমাইয়া ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মেয়াদৗত্তীর্ণ ড্রাগ লাইসেন্স, স্যাম্পল ওষুধ ও পট বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের খবর ছড়িয়ে পড়লে অন্যান্য ফার্মেসী মালিকরা সাথে সাথে ফার্মেসী বন্ধ করে বিক্ষোভ শুরু করে।
ড্রাগ এন্ড কেমিষ্ট সমিতির সিদ্ধান্তে নগরীর ফার্মেসীগুলো একযোগে বন্ধ করে দেওয়া হয়। এতে রোগী ও তাদের স্বজনরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে ব্যাপক হয়রানির মধ্যে পড়েন। অনেক রোগীকেই ওষুধ নেওয়ার বিভিন্ন ফার্মেসীর সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেকে ওষুধ না পেয়ে ক্ষোভও প্রকাশ করেন।
নাম প্রকাশ করার শর্তে এক রোগীর স্বজন বলেন, আমার রোগীর জন্য জরুরী ওষুধ প্রয়োজন ছিল। কিন্ত ফার্মেসী বন্ধ থাকার কারণে পাচ্ছি না। এটা ঠিক নয়। রোগীদের জীবন জিম্মি করে অধিকার আদায় করা ঠিক নয়। এ ছাড়া পট ও স্যাম্পল ওষুধ বিক্রি করা আইনত অপরাধ। তাহলে কিসের জন্য এই সিদ্ধান্ত? আরেক রোগীর স্বজন অভিযোগ করে বলেন, রোগীদের জিম্মি করা ঠিক নয়। উর্দ্ধতন প্রশাসনের হস্তক্ষেপ দরকার। যেন তারা রোগীদের জিম্মি করতে না পারে।
কেমিষ্ট এন্ড ড্রাগ সমিতির সভাপতি জিয়াউল হক বুলু বলেন, আমি বাইরে আছি। শুনেছি মেয়াদৌত্তীণ ড্রাগ লাইসেন্সের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুধু এই কারণে এত জরিমানা করা ঠিক না। তাকে স্যাম্পল ওষুধ এবং পট বিক্রির দায়েও জরিমানা করা হয়েছে এমন প্রশ্নের জবাবে বলেন, স্যাম্পল ওষধু ও পট বিক্রি করা ঠিক নয়। এগুলো না বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত পাল বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছিল। দ্রুত ফার্মেসী খোলার ব্যবস্থা করা হবে।
খবর২৪ঘন্টা/ এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০