খবর২৪ ঘণ্টা, স্পোর্টস, ডেস্ক: শনিবার ন্যু ক্যাম্পে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে নতুন রেকর্ড গড়ল বার্সেলোনা। লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ অজেয় থাকার রেকর্ড এখন বার্সার দখলে।
এই নিয়ে স্পেনের শীর্ষ লিগে টানা ৩৯ ম্যাচ তাদের হারাতে পারল না কোনও দল। লুইস সুয়ারেজ ও স্যামুয়েল উমতিতির গোলে ইতিহাসের পাতায় নাম লিখল বার্সেলোনা। খেলা শুরুর ১৫ মিনিটেই দর্শকদের উচ্ছ্বসিত করেন সুয়ারেজ। ৫১ মিনিটে গোল করে ভ্যালেন্সিয়ার ম্যাচে ফেরার সম্ভাবনা শেষ করে দেন উমতিতি।
বার্সার দুটি গোলই বানিয়ে দিয়েছেন ফিলিপে কৌতিনহো। তবে শেষ দিকে ৮৭ মিনিটে একটি গোল শোধ করে ভ্যালেন্সিয়া। উসমান দেম্বেলে বক্সের মধ্যে ফাউল করেন হোসে গায়াকে। পেনাল্টি থেকে পারেহো ব্যবধান কমান।
লা লিগায় দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে এখন এক নম্বর বার্সার ব্যবধান দাঁড়াল ১৪ পয়েন্টে। ৩২ ম্যাচে ৮২ পয়েন্ট কাতালানদের। এক ম্যাচ কম খেলা অ্যাতলেতিকোর পয়েন্ট ৬৮।
এই রেকর্ডে চ্যাম্পিয়নস লিগে বিদায়ের হতাশা থেকে কিছুটা হলেও বেরিয়ে এলো এরনেস্তো ভালভারদের দল।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০