নিজস্ব প্রতিবেদক :
ভ্যানের চাকার নিচে পড়ে হাঁসের বাচ্চার মৃত্যুকে কেন্দ্র করে চাচাতো ভাই ভ্যান চালককে লাঠি দিয়ে আঘাত করে খুন করার ঘটনা ঘটেছে। নিহত ওই ব্যক্তি বাঘাটা গ্রামের ছিদ্দিকুর রহমান। সোমবার সকালে রাজশাহীর এয়ারপোর্ট থানার বাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আসামী রাজ্জাকের বাবা আরিম ও ছোট ভাই মাহাবুরকে আটক করেছে।
জানা গেছে, সোমবার সকাল নয়টার দিকে ভ্যান চালক ছিদ্দিক বাড়ি থেকে ভ্যান নিয়ে নওহাটা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে চাচাতো ভাই রাজ্জাকের বাড়ির সামনে ভ্যানের চাকার নিচে পড়ে একটি হাঁসের বাচ্চার মৃত্যু হয়।
বিষয়টি জানতে পেরে রাজ্জাক বাড়ি থেকে বের হয়ে ছিদ্দিকুর রহমানের সাথে বাকবাতিন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাজ্জাক লাঠি দিয়ে ছিদ্দিকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ছিদ্দিক মারা যায়। তিনি মারা যাওয়ার পর রাজ্জাক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও রাজ্জাকের ভাই ও বাবাকে আটক করে। পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি তদন্ত রাজিবুল ইসলাম বলেন, খুন হওয়ার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। খুনিকেও আটক করার চেষ্টা চলছে।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০