নিজস্ব প্রতিবেদক :
ভোলার বোরহানউদ্দীনে ফেসবুকে হিন্দু যুবক কর্তৃক ইসলাম অবমাননার প্রতিবাদে তৌহিদি জনতার মিছিলে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল কলেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার দুপুরে নগরীর জিরোপয়েন্টে রাজশাহী জেলা ও মহানগর শাখা হেফাজতে ইসলামের উদ্যোগে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিকেল তিনটার দিকে নগরীর জিরোপয়েন্টে অবস্থি বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিভিন্ন ¯েøাগান দেওয়া হয়। বিক্ষোভ মিছিল থেকে
বক্তারা বলেন, মানুষ ইসলাম অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করতেই পারে। কিন্তু পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে। গুলিতে কয়েকজন নিহত হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ইসলাম অবমাননাকারী হিন্দু যুবককে গ্রেফতার করে শাস্তির দাবি জানান। মিছিলে, হেফাজতে ইসলাম বাংলাদেশ এর রাজশাহী জেলা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০