ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট সদর ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে চেয়ারম্যান ইয়াজদানী আলীম আল রাজি জর্জের সভাপতিত্বে নিজস্ব মিলনায়তনে ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।
এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আতাউর রহমান, মোয়াজ্জেম হোসেন ভুটু, আলমগীর রেজা, আহাসানুর কবির, আলফাজ হোসেন হিরোসহ অন্যান্য সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পেশাজীবিদের উপস্থিতিতে বাজেট পাঠ করেন ইউপি সচিব আহসান হাবিব।এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৭০০ টাকা যা গত অর্থ বছর থেকে ২৬ লাখ টাকা বেশী। ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৭০০ টাকা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০