ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ১৩ মার্চ রাত পৌণে ১০টার দিকে এসআই রবিউল ইসলাম ও এএসআই আজাদুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়।
অভিযানে উপজেলার শিকারী হাউসপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের শিকারী মোড় হতে শিকালী হাউসপুর গ্রামের আরশেদ আলীর ছেলে মুর্শেদ আলী(৪২), বীরশ্বরপুর গ্রামের মৃতঃ সহিমুদ্দিনের ছেলে রবিউল ইসলাম রবি(৩৫) ও একই গ্রামের কেতাবউদ্দিনের ছেলে সাদিকুল ইসলাম(৩২)কে ৩০ পুরিয়া হেরোইন যার আনুমানীক মূল্য ৩০হাজার টাকাসহ গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০