ভোলহাট প্রতিনিধিঃ সারাদেশের মত ভোলাহাটে উপজেলাতে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বিভিন্ন দপ্তরের মোট ৩৮টি স্টোল উপজেলা পরিষদ মিলনায়তনে উন্নয়ন পরির্দণে অংশ গ্রহণ করে। উদ্বোধনী দিনে বাংলাদেশ টেলিভিশনে প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশব্যাপী একযোগে উন্নয়ন মেলার উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আমিনুল এহেশান, অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন, চার ইউপি চেয়ারম্যান আলহাজ্ ইয়াজদানী জর্জ, আব্দুল কাদের, আলহাজ মাজহারুল ইসলাম পুতুল ও মুসফিকুল ইসলাম তারা, সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, উপজেলা আ’লীগ শাখার সভাপতি আলহাজ প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ডা.আশরাফুল হক চুনু, জেষ্ঠ সহসভাপতি ইয়াশিন আলী শাহ, জেলা আ’লীগ সহসভাপতি আব্দুল খালেকসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ মেলা ১১ জানুয়ারী হতে ১৩ জানুয়ারী ৩ দিনব্যাপী চলবে। পরে অতিথিগণ অংশ গ্রহণকারী স্টোলগুলো ঘুরে সরকারের বিভিন্ন উন্নয়ন দেখেন। উল্লেখ্য উপজেলায় সর্বোচ্চ অভিভাবক না থাকায় অনুষ্ঠানের কিছুটা ক্রুটি লক্ষ্য করা গেছে। তবে দপ্তরগুলোর অংশ গ্রহণ ছিলো উৎসবমূখর।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০