ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নি¤œ আয়ের মানুষ ও হোম কোয়ারেন্টাইনে থাকা ২ হাজার অসহায় দুস্থ্য পরিবারের মধ্যে ৯শত পরিবারের মাঝে শনিবার (২৮ মার্চ) চাল বিতরণ করা হয়েছে। জেলা দুর্যোগ ও ত্রাণ অধিদপ্তর হতে প্রাপ্ত প্রতি জনকে পাঁচ কেজি করে চাল দেয়া হয়। ভোলাহাট উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে ভোলাহাট সদরে ৫ শত ৫০ জন ও জামবাড়িয়া ইউনিয়নের ৩ শত ৬০ জন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াজ দানী জর্জ, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মসফিকুল ইসলাম (তারা), যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সর্দ্দারসহ ইউনিয়র পরিষদের সদস্যগণ।
উল্লেখ্য, গোহলবাড়ী ও দলদলী ইউনিয়র পরিষদে আগামি রবিবার ২৯ মার্চ ৫ শত ২০ ও ৫ শত ৭০ মোট ১ হাজার ৯০ পরিবারকে চাউল দেয়া হবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম জানান, আজ ও কাল ২ হাজর পরিবারের মাঝে চাউল বিতরণ করা হচ্ছে। এছাড়া পর্যাপ্ত চাউল আসতে থাকবে বলে তিনি জানান।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০