ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা বিএনপি’র উদ্যোগে সোমবার ঘরপোড়া ২০ পরিবারের মাঝে নগদ ১ লাখ টাকা প্রদান করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ০২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল ইসলাম প্রধান অতিথি থেকে উপজেলার ময়ামারী গ্রামে প্রত্যেক পরিবারকে ৫হাজার করে নগদ ১ লাখ টাকা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, উপজেলা সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, জেলা সহ সাংগঠনিক সম্পাদক ইয়াজদানী জর্জ, মানবাধিকার সম্পাদক মাজহারুল ইসলাম পুতুল, উপজেলা সহসভাপতি আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, কোষাধ্যক্ষ কামালউদ্দিন, নাচোল উপজেলা বিএনপি সভাপতি মজিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী রেশমাতুল আরশ রেখা, যুবদল সভাপতি বেলাল উদ্দিন, ছাত্রদল সভাপতি সেলিম রেজাসহ অন্যরা। পরে মিডিকেল মোড়স্থ দলীয় কার্যালয়ে আলহাজ্ব আমিনুল ইসলাম নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০