ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল শনিবার সকাল ১০টায় সাদিকুল ইসলামের সভাপতিত্বে দলীয় কার্যালয় মেডিকেল মোড়ে অনুষ্ঠিত হয়। ভোলাহাটে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুন ও সাধারণ সম্পাদক সিফাত।
কাউন্সেলে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য থাকলেও অসুস্থ্য জনিত কারণে অনুপস্থিত ছিলেন। কাউন্সিল উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড. মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি বীরমুক্তিযোদ্ধা ডা. আশরাফুল হক চুন, জেলা সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আ’লীগ সিনিয়ার সহসভাপতি ইয়াসিন আলী শাহ, সহ সভাপতি আইয়ুব আলী মন্ডল, অর্থসম্পাদক ও জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, সাবেক উপজেলা আ’লীগ সভাপতি ওয়াজেদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি রেজাউল করিম বাবলু, ছাত্রলীগ সভাপতি মাহালত আশরাফুল হক, ছাত্রনেতা হুজ্জাতুল হক ডনসহ অন্যরা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০