চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সদর ইউনিয়নের নিজস্ব রাস্তা দখল করে বাড়ি নিমার্ণ করায় মানুষের চলাচল বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তেলীপাড়া গ্রামে।
জানা গেছে, রামেশ্বর স্কুলের উত্তর তেলীপাড়া গ্রামের তেলীপাড়া মৌজার ৩/১ নং খতিয়নর ৯১১ ও ৯৬০ নং দাগের ইউনিয়ন পরিষদের নিজস্ব রাস্তা সর্বসাধারণ চলাচল করে । রাস্তাটি ইয়াকুবের বাড়ি হতে নুরুলের বাড়ি পর্যন্ত ১’শ ৬২ ফুট দৈর্ঘ এবং প্রবেশ মুখে ১৬ ফিট প্রসস্থ বাাঁকী রাস্তা ১০ ফিট প্রসস্থ অপরদিকে মামুনের বাড়ি হতে নজরুলের বাড়ি পর্যন্ত ২’শ ফিট দৈর্ঘ ও ৮ ফিট প্রস্থ। রাস্তাটির প্রবেশ মূখে মৃতঃ এমাজুদ্দিনের ছেরে মো: সাজেম আলী ও আব্দুল মতিনের ছেলে মো: সাইদুল ইসলাম দখল কর বাড়ি নিমার্ণ করায় সর্বসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ হয় যায় । স্থানীয় ভাবে বারবার এদের বলে কোন কাজ না হওয়ায়। এব্যাপাের ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর প্রতিকার চেযে লিখিত অভিযাগ করেন এলাকাবাসির পক্ষ মামুন।
এব্যাপারে মো: সাজেম আলীর সাথে যোগাযোগ করা হলে বলেন, তার বাড়ি রাস্তার উপর আছে। ভুলক্রমে আমার দাগের জমি রাস্তায় চলে গেছে। এটা সংশোধনের জন্য মামলা করবো বলে জানান।
এবিষয়ে, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: পিয়ার জাহান বলেন, রাস্তাটি আমাদের ইউনিয়ন পরিষদের। এলাকাবাসির পক্ষে অভিযোগের প্রেক্ষিতে সরজমিনে গিয়ে রাস্তা দখলের সত্যতা পেয়েছি। তৎকালিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেশ কয়েক দফায় মাপ করেছে এবং মো: সাজেম আলী তার বাড়ি ভেঙ্গে রাস্তা উন্মুক্ত করার কথা বলেও ছাড়ছে না। এতে স্থানীয়দের চলাফেরার সমস্যা সৃষ্টি হচ্ছে বলে তিনি জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০