বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৌষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়ার রপকার শহীদ শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ভেলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রেজওয়ান ইসলাম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মো. তফিকুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা এসএম মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.কাউসার আলম সরকারসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
এসময় বিভিন্ন খলায় উপজেলার চার ইউনিয়নের বিজয়ী খেলায়াড় উপজেলা ভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিদের মধ্যে বিজয়ীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করবেন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, এর আগে পৃথক পৃথক ভাবে উপজেলার চারটি ইউনিয়ন ভোলাহাট, গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নের স্কুল ও মাদ্রাসার অ্যাথলটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০