চাঁপাই ভোলাহাট প্রতিনিধিঃ৭ ভোলাহাট উপজেলা মাধ্যমিক অধিদপ্তর আয়োজিত ক্রীড়াই শক্তি ক্রীড়াই মুক্তি শ্লোগানে ৪৭তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শনিবার রামেশ্বর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। ক্রীড়া প্রতিযোগিতার পর বিজয়ীদের মাঝে পুরুস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার আলোচনা, পুরুস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা জাহাংগীর আলম, ভার্ক এরিয়া ম্যানেজার জামাল উদ্দিন। পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরুস্কার ও সনদপত্র প্রদান করেন অতিথিগণ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০