কৃষিই শক্তি কৃষিই প্রযুক্তি শ্লোগান ২০২২-২০২৩ অর্থ বছর রবি মৌসুমে বোরো ধানের চাষাবাদ এর ৫০ একর ব্লক প্রদর্শনী মেশিনর মাধ্যম চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
৩১ জানুয়ারি (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টার দিকে সোনাজাল মাঠে ভালাহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাবুল হোসরন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। উপস্থিত ছিলেন ভোলাহাট বিএমডিএ জোনের সহকারী প্রকৌশলী মো. নাইমুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. লোকমান হাকিম সহ অন্যরা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। বক্তব্য রাখেন কৃষক মো. হজরত আলী।
এ সময় বক্তারা বলেন মেশিনের মাধ্যমে ধান রোপণ, কাটা, মাড়াইসহ সকল প্রক্রিয়া মেশিনের সাহায্যে সম্পন্ন হবে। ফলে শ্রমিক সংকট থেকে মুক্তি ও অল্প খরচে ধান রোপণ মাড়াই করে ঘরে তুলতে পারবেন কৃষক। এতে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং অধিক লাভবান হবেন বলে জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০