ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে ভোরের ডাকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১০টার দিকে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে এক বর্ণাঢ্য র্যালী ভোলাহাট প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে মেডিকেল মোড়সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে প্রেসক্লাব চত্বরে প্রেসক্লাব সভাপতি তাজাম্মুল হক আরাফাতের সভাপতিত্বে আলোচনা সভা অুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার পিএম ইমরুল কায়েশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয় লোকমান আলী, রেশমাতুল আরশ রেখা, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, মেডিকেল অফিসার তাহমিদুল হক তমাল, ভোলাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ ইয়াজদানী জর্জ, গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, সমবায় কর্মকর্তা আবুল কাশেম মন্ডল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক গোলাম কবির। স্বাগত বক্তব্য রাখেন, ভোরের ডাকের ভোলাহাট উপজেলা প্রতিনিধি রুবেল আহমেদ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,মেডিকেল মোড় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানাসহ অন্যান্য গণ্যমান্য।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০