ভোলাহট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত বিভিন্ন দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মার্চ) বেলা ১০ টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে সাবেক কমান্ডার মো. নুরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযাদ্ধা এ্যাডভোকেট মো. আব্দুস সামাদ।
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি, সরকারি রশনীং ব্যবস্থা, উৎসব ভাতা বৃদ্ধি, সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা ও বাংলাদশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে ত্বরানিত করার দাবীতে আলোচনা সভায় অন্যন্যার মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রাবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মুনির উদ্দিন মুন্টু, বীর মুক্তিযোদ্ধা মো. আকরাম হোসেন, মো. আফসার হোসেন, মো. আলাউদ্দিন, মো. আলী ইমাম (মাস্টার) মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার পক্ষে মো. রাজু আহম্মদসহ অন্যরা।
আলোচনা সভায় সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা মো তৈয়মুর রহমান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০