ভোলাহাট প্রতিনিধিঃ দেশব্যাপী বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষে ভোলাহাট উপজেলা প্রশাসন ও দলীয় নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার সময় উপজেলা কেন্দ্রীয় সম্মনত স্মৃতি সৌধে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শআদ্ধার্ঘ্য ও পুস্পমাল্য প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বিশাল আনন্দ র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে করে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা হয়। এ সময় সুন্দর হাতের লেখা, চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতা, শিশু সমাবেশ আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন, অফিসার ইনর্চাজ ফাসিরউদ্দিন, আ’লীগ উপজেলা শাখার সভাপতি আলঃ প্রকৌশলি আমিনুল হক, এমপি মনোনয়ন প্রত্যাশি উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, জেলা আ’লীগ সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা আ’লীগ সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী শাহ, সহসভাপতি আইয়ুব আলী মন্ডল, যুগ্ম সম্পাদক রবিঊল অওয়াল, বিভিন্ন দপ্তরের কর্মর্কতা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অপরদিকে আওয়ামীলীগ ভোলাহাট উপজেলা শাখা, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও মহিলা কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠান দিবসটি বিভিন্ন কমৃসূচীর মধ্যদিয়ে পালন করে।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০