ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা বিএনপি শাথা আয়োজিত ভোলাহাট মোহবুল্লাহ কলেজ মাঠে বুধবার প্রেসিডেন্ট জিয়ার ৩৭তম শাহাদাৎ বার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সিনিয়ার সহসভাপতি মাহতাবউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আমিনুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি যুগ্ম সম্পাদক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সহসভাপতি বাবর আলী বিশ্বাস, জেলা বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, মানবাধিকার সম্পাদক ও দলদলী ইউপি চেয়ারম্যান আলঃ মাজহারুল ইসলাম পুতুল, জেলা বিএনপি সংগঠনিক সম্পাদক ও ভোলাহাট সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইয়াজদানী জর্জ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু, নাচোল বিএনপির,নেতা মজিদুল হক, ভোলাহাট বিএনপি সাংগঠনিক সম্পাদক কাউসারুল ইসলাম রন্জু, যুগ্ম সম্পাদক আল হেলাল, উপজেলা যুবদলের সভাপতি বেলালউদ্দিন, সাধারণ সম্পাদক মন্সুর আলী, ছাত্রদল সভাপতি সেলিম রেজাসহ অন্যরা। এ সময় বক্তরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দোয়া কামনা করা হয়। আগামীতে কেন্দ্রীয় সকল কর্মসূচীতে অংশ গ্রহণে প্রস্তত থাকার আহবান জানানো হয় সকলকে। পরে বিশেষ মোনাজাত করেন মাওঃ ফাইজুদ্দিন আহমেদ। মোনাজাত শেষে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ইফতার করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০