ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
ভোলাহাট উপজেলার একমাত্র পুশুর হাট গোহালবাড়ী সরকারী পশুর হাটে ঈদুল আযহাকে সামনে রখে জমে উঠেছে কোরবানী পশুর হাট। সপ্তাহের রবিবার ্ও বৃহস্পতিবার বসে এ হাট। উপজেলা ভারত সীমান্তবর্তি হ্ওয়ায় ইতিপূর্বে ভারতীয় গরু আসায় বিবাকে পড়তে হতো দেশীয় গরুর নিয়ে। বর্তমানে দুটি বিট খাটাল থাকলেও ভারতীয় গরু আসা বন্ধ রয়েছে। ফলে স্থানীয় গরু উঠেছে পশুর হাটে। ৪ জুলাই রবিবার গোহালবাড়ী সরকারী পশুর হাটে সরজমিন গিয়ে দেখা যায় দেশীয় গরুতে ভর্তি রয়েছে পশুর হাটটি। এ সময় বেশ কিছু পশু বিক্রেতার সাথে কথা বলে জানা যায়, ভারতীয় পশু না আসায় দেশীয় গরু, ছাগল ও ভেড়া বেশ সন্তোষজনক মূল্যে বিক্রয় করছেন তারা। বাড়ীতে পালন করা গরু বিক্রয় করতে আসা আসগার আলী জানান, প্রায় ৩ মণ ওজনের মধ্য বয়সি গাভী কোরবানীর জন্য বিক্রয় করছেন ষাট হাজার টাকায়। ২২ কেজি ওজনের ছাগল ক্রয় করেছে সিলু। তিনি জানান এ
ছাগলটি তিনি ১০ হাজার টাকায় ক্রয় করেছেন। হাটে অসংখ্য পশু নামলেও চোখে পড়ার মত ক্রেতার উপস্থিতি ছিল। বিক্রেতারা খুশী ভারতীয় পশু হাটে না নামায় চাহিদা মত দেশীয় পশুর দাম পাওয়ায়। অপরদিকে চড়া মূল্যে পশু ক্রয় করতে হিমসিম খাচ্ছেন মধ্যবিত্ত ও নি¤œমধ্যবিত্ত আয়ের মানুষেরা। তারা বলছেন, চড়া মূল্যে পশু ক্রয় করে কোরবানী দেয়া তাদের নাগালের বাইরে হচ্ছে। সব মিলিয়ে বেশ জমে উঠেছে কোরবানীর পশুর হাট। এদিকে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা দিতে ভোলাহাট থানা পুলিশের একটি দল পশুর হাটে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। পুলিশের দলটি জাল টাকায় যাতে কেউ প্রতারণার শিকার না হয় সে জন্য জাল টাকা সনাক্ত করতে মেশিন নিয়ে বসেছেন। পশুর হাটে রোগ র্নিনয় করতে ভোলাহাট প্রানি সম্পদ অধিদপ্তরের একটি দল এ পশু হাটে পরীক্ষা -নিরিক্ষা করে ক্রেতাদের সহায়তা করে যাচ্ছেন। হাটের ইজারাদার মইনুর রহমান শাহ সায়েম জানান, কোরবানীর পশুর হাটে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে পশু বেচা-কেনা হচ্ছে। কোন প্রকার দূর্ঘটনা ঘটেনি। ১২ জুলাই ঈদুল আযহা অনুষ্ঠিত হওয়ায় আগামী বৃহস্পতিবার ও রবিবার ২টি পশুর হাট বসবে। এ দুদিন ক্রেতা-বিক্রেতারা পশু ক্রয় ও বিক্রয় করতে পারবেন বলে জানান তিনি।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০