ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে শনিবার পানির পাম্প উদ্বোধন করা হয়েছে। গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের অর্থায়নে সুরানপুর বাজার সংলগ্ন এলাকায় পানির পাম্প ট্যাংকি ও লাইন নির্মান আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাছিরউদ্দিন এবং সভাপতিত্ব করেন গোহালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, সূধীসহ সকল পেশাজীবিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ ইউপি চেয়ারম্যান বলেন পানির পাম্প, ট্যাংকি ও লাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৫০ লাখ টাকা। ট্যাঙকির পানি ধারণ ক্ষমতা হবে ৩০ হাজার এবং বেশ ক’টি গ্রামের প্রায় ২ হাজার ৫শত পরিবার বিশুদ্ধ পানির সুবিধা ভোগ করবেন বলে জানান। এদিকে পানির এ বিশাল সুবিধা পেয়ে এলাকার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০