ভোলাহাট প্রতিনিধিঃ সোমবার রাত ৯ টা হতে পৌণে ১০টার দিকে ধেয়ে আসা কালবৈশাখির ভয়ংকর আক্রমোনে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে বেশ কিছু বাড়ী ঘর লন্ডভন্ড করে দিয়েছে। উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে মোড়ে মোড়ে ১/২ টাকা কেজি দরে বিভিন্ন জাতের আম ক্রয় করতে দেখা গেছে ফরিয়াদের। বীরশ্বরপুর গ্রামের কৃষক রফিকুল কুড়ানো আম বিক্রয় করতে আসলে তার সাথে কথা হয়। তিনি একাই ২শত মণ আম কুড়িয়েছেন।
তিনি বলেন তার মত অনেকেই এর চাইতে বেশী ও কম পরিমাণ আম কুড়িয়েছেন। আমফাউন্ডেশন সংলগ্ন বমপুতা নামক স্থানে কুড়ানো আম ক্রয়ব্যবসায়ী টনিকের সাথে কথা বলে জানা যায়, আমগুলো সব ঢাকায় চলে যাবে জুস কোম্পানীতে। তারা এ সব আম দিয়ে আচার তৈরী করবে বলে জানান। এদিকে আম ব্যবসায়ী ফারুক হোসেন,সেলিম রেজা, লাল দেওয়ান, কুরবান আলী সহ বেশ আরো কয়েক জনের সাথে কথা বললে তারা জানান কালবৈশাখি ঝড়ে প্রায় ২৫ শতাংশ আম পড়ে গেছে। ফলে তাদের আসল বিনিয়োগ উঠানো নিয়ে চরম হতাশায় আছেন। অপরদিকে আম ফাউন্ডেশন ভোলাহাটের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু বলেন, উপজেলার বিভিন্ন স্থানে আমগাছ উপড়ে গেছে এবং প্রায় ৩০শতাংশ আমের ক্ষতি হয়েছে। একই ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলে, আমি উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শণ করে দেখেছি ২০শতাংশ আমের ক্ষতি হয়েছে। তবে এর পরিমাণ বাড়তে পারে বলে জানান।
এছাড়াও বিভিন্ন এলাকায় বাড়ী-ঘর উড়িয়ে নিয়েছে কালবৈশাখি ঝড়ে। বিভিন্ন স্থানে বনজ গাছও উপড়ে গেছে। এ সব ক্ষয়ক্ষতির ব্যাপারে যোগাযোগ করা হলে এ রির্পোট লেখা পর্যন্ত র্দূযোগ বিভাগ কোন তথ্য দিতে পারিনি। এদিকে বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়ায় প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিলো। ফলে জনদূর্ভোগে পড়তে হয় মানুষকে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০