ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩০ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে মনিটরিং টিমের জরুরী করণীয় বিষয়ে সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস প্রতিরোধ তহবিল গঠন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার টিমের দলনেতা রাজিবুল আলমের সভাপতিত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয় ঊঠে আসে। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তের মধ্যে ছিলো উপজেলার প্রবেশ দ্বারে চেকপোষ্ট বসাতে হবে। চেকপোষ্ট বসবে পিরগাছী, বড়গাছী বাজার, মেডিকেলমোড়, ফুটানীবাজার ও ফলিমারীতে। সকল হাট বন্ধ থাকবে। সামজিক দূরুত্ব বজায় রেখে কাাঁচা বাজার বসবে। সে সব স্থানে রং দিয়ে বৃত্ত দেয়া হবে। যারা হোম কোয়ারেন্টাইন নিয়ম মেনে শেষ করেছেন তাদের জন্য রয়েছে পুরুষ্কার যারা অমান্য করছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। বিদেশ ফেরতেরা হোম কোয়ারেন্টাইনে থাকছেন কিনা তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া। নি¤œ আয়ের মানুষদের মাঝে খাদ্য বিতরণ। ওয়ার্ডে ওয়ার্ডে আনসার-ভিডিবি, স্বোচ্ছাসেবী ও পুলিশিং কমিটির সদস্যদের দিয়ে করোনা সচেতনতা কমিটি গঠন। সীমান্তে বিজিবি দিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তার জন্য উর্ধতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব করার সিদ্ধান্ত। স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য ২টি অক্সিজেন সিলেন্ডার ২ টি নেবুলাইজার মেশিন ক্রয়ের সিদ্ধান্ত হয়।
উপজেলা স্বাস্থ ও পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে সব ধরণের চিকিৎসা অব্যহত আছে। যে কোন সময় যে কোন অসুখের চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, নিরাপদ দূরুত্বে আইসোলেশন বেড ৫টি ও কোয়ারেন্টাইন বেড ৫টি প্রস্তুত রেেয়ছে। করোনা প্রতিরোধে পিপিই, মাস্কসহ প্রয়োজনীয় সব কিছু পাওয়া গেছে। ভোলাহাট থানা পুলিশ তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন এবং অব্যহত রাখবেন বলে অফিসার ইনর্চাজ নাসিরউদ্দিন মন্ডল জানান।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল আলম বলেন, সবাইকে দায়িত্বের সাথে কাজ করতে হবে। তিনি বলেন, উপজেলার ৪টি ইউনিয়নে কর্মকর্তা ও কর্মচারীদের সমন্বয়ে গ্রæপ তৈরী করা হয়েছে। তারা সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে করোনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সকলকে এক সাথে করোনা প্রতিরোধে নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউনিয়ন চেয়ারম্যানগণ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক, ভোলাহাট প্রেসক্লাব সভাপতিসহ অন্যরা।
ছবিক্যাপশনঃ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে করোনা ভাইরাস প্রতিরোধে জরুরী সভা।
ভোলাহাটে ব্র্যাকের মার্ক চিহৃ অঙ্কন ও লিফলেট বিতরণ
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস থেকে সচেতনতার জন্য সামাজিক দূরুত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানে মার্ক চিহৃ দিয়ে জনগনকে সচেতন হওয়ার আহŸান ভোলাহাট উপজেলার এনজিও সংস্থা ব্র্যাকের। সোমবার ৩০ মার্চ সকালে কলেজ মোড়ে জিনা ফার্মেসীতে মার্ক চিহৃ দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্র্যাকের এরিয়া ম্যানেজার আবু বক্কর সিদ্দিক। উপজেলার বিভিন্ন বাজারে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। গত ২৭ মার্চ হতে কুদ্দুস বয়াতির গানের মাধ্যমে উপজেলার জনসাধারণকে করোনা প্রতিরোধে সচেতন করছে ব্র্যাক।
এ সময় এরিয়া ম্যানেজার বলেন, সামাজিক দুরত্ব বজায় রেখে যাতে সাধারন মানুষ ঔষুধ ক্রয় সহ যাবতীয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্রয় ও বিক্রয় করতে পারে। এ জন্য প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে মার্ক চিহৃ স্থাপন করার চেষ্টা করছি। তিনি আরো বলেন, সামাজিক দূরুত্ব বজায় রেখে তিন ফুট দূরুত্বে দাঁড়িয়ে ক্রেতারা প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারেন। আপনার ও আমাদের একটু সচেতনতাই পারে করোনা ভাইরাস প্রতিরোধ করতে। তাই আসুন এ পদক্ষেপ গুলি আমরা মেনে চলি। তাহলে প্রানঘাতি করোনা ভাইরাস আক্রান্তের সম্ভাবনা থাকবে না এবং করোনা ব্যাধিটি প্রতিরোধে সহায়ক ভুমিকা পালন করা হবে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০