ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মঙ্গলবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থান শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)পিএম ইমরুল কায়েশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সভাপতি প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, আফসার হোসেন, ভোলাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কবির ও শিক্ষার্থী জিহাদসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০