ভোলাহাট উপেজলায় শান্তিপূর্ণভাব এসএসসি দাখিল ও সমমােনর পরীক্ষা শুরু হয়েছে।
নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিউটে ও গোহালবাড়ী ফাজিল মাদ্রাসা ৩টি কেন্দ্রতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন মোট পরীক্ষার্থী ১ হাজার ৩৪৮ জন পরীক্ষায় অংশগ্রহন করেন।
এর মধ্যে মোট ছাত্র ৫৯১ জন, ছাত্রী ৭৫৭ জন। অনুপস্থিত ছিলেন ১৩ জন।
এসএসসি পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষায় দুইটি কেন্দ্রের নকজান বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪০৮ জন, ছাত্র ২০২, ছাত্রী ২০২ জন, অনুপস্থিত ৪ জন। ভোলাহাট রামেশ্বর পাইলট ইনস্টিটউটে মোট পরীক্ষার্থী ৪৭৬ জন, ছাত্র ১৯৬, ছাত্রী ২৩১ জন, অসুস্থ ১জন, অনুপস্থিত ৩ জন। একই কেন্দ্র (ভোকেশনাল) মোট পরীক্ষার্থী ২৩০ জন। ছাত্র ৬৫, ছাত্রী ১৬৫ জন, অনুপস্থিত ১ জন। কুরআন মাজিদ ও তাজবিদ বিষয় গোহালবাড়ী ফাজিল মাদ্রাসায় মোট পরীক্ষার্থী ২৩৪ জন। ছাত্র ১২৯, ছাত্রী ৯৯ জন, অনুপস্থিত ৬ জন।
ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম জানান, উপজেলার তিনটি এসএসসি, দাখিল ও সমমানর পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠ সুদর ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- k24ghonta@gmail.com, মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০