ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে এক ব্যবসায়র বাড়ী স্বর্ণালংকার নগদ টাকা ও মূল্যবান প্রয়োজনী কাগজপত্র চুরির অভিযোগে মামলা হয়েছে। মামলার এজাহারের বিবরণে জানা গেছে, শুক্রবার রাত ৯টা হতে ১০ টার মধ্যে চুরি সংঘটিত হয়।
উপজেলার বাবুবাজার গ্রামের মৃঃ আবুল হোসেনর ছেলে ব্যবসায়ী পলাশ বাবুর বাড়ীতে পরিবারের একমাত্র মেয়েকে নিয়ে স্ত্রী পার্শ্ববর্তী গোপিনাথপুরে বাড়ীর দরজায় তালা দিয়ে ইসলামী জালসা শুনতে যায়। এ সময় আমফাউন্ডেশনে রাস্তার পাশে জহির বাবু তার ব্যবসায়ী প্রতিষ্ঠান ঔষধের দোকানে ছিলেন। রাত সোয়া ১০টার দিকে জহির বাড়ী গিয়ে প্রধান দরজার তালা খুলে ভিতরে গিয়ে শয়ন ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরের ভিতর গিয়ে বিভিন্ন জিনিসপত্র এলোমেলো ও একটি টিনের বাক্স পড়ে থাকতে দেখেন। পরে জহির তার স্ত্রীকে মোবাইল করে বাড়ী ডাকলে টিনের বাক্সের তালা ভাংগা দেখতে পায়। টিনের বাক্সে রাখা ৮ ভরি স্বর্ণের গয়না যার মূল্য ৩লাখ ৬০ হাজার টাকা, ৭ ভরি চাঁদীর গয়না যার মূল্য ৬ হাজার টাকা, ব্যবসায়ী নগদ টাকা ৮০ হাজার মোট ৪লাখ ৪৬ হাজার টাকা , মূল্যবান জমির দলিল ও জাতীয় পরিচয়পত্র চুরি করে চোর। অল্প সময়ের মধ্যে চুরি সম্পন্ন হওয়ায় জহির আশপাশের লোকজনের উপর সন্দেহ করছেন।
এ ব্যাপারে ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) সামীম হোসেন জানান, চুরির বিষয়ে মামলা হয়েছে। অধিক গুরুত্ব দিয়ে বিষয়টি ক্ষতিয়ে দেখার চেষ্টা অব্যহত আছে বলে জানান।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০