ভোলাহাট প্রতিনিধিঃ ভোলাহাটে একটি চিতা বাঘ ধরে ফেলেছে এক ১৫ বছরের সাহসী শিশু। গত সোমবার দুপুর ১টার দিকে উপজেলার চাতরা নামক বিলে কাজের সন্ধানে পঞ্চানন্দপুর গ্রামের সেতাউরের ছেলে স্কুল পড়ুয়া শিশু জুবায়ের গেলে একটি বড় চিতা বাঘ তাকে আক্রমন করতে এগিয়ে আসে। বাঘ দেখে সে পালাতে গেলে তার পিছু নেয় বাঘ। পরে বাঘ তাকে জাপটে ধরলে উভয়ের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে বাঘ ও শিশুটি মাটিতে পড়ে লড়াই চলতে থাকে। পরে উভয়ের মধ্যের লড়ায়ে বাঘটিকে ঘাইল করে নিজের নিয়ন্ত্রণে নিয়ে ফেলে শিশুটি। বাঘটি নিজ বাড়ী ধরে নিয়ে আসলে বাঘ দেখতে তার বাড়ীতে মানুষের ঢল নামে।
বুধবার ভোলাহাট থানা পুলিশ খবর পেয়ে তার বাড়ীতে গিয়ে এসআই রবিউল ইসলাম বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। সেই সাথে সাহসি জুবায়েরকেও নিয়ে যায়। পরে এ দিন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ফাসির উদ্দিন বলেন, বাঘটির ব্যাপারে উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বন কর্মকর্তার দায়িত্বে রাতের আধারে মাঠের মধ্যে অবমুক্ত করা হয় । উল্লেখ্য এর পূর্বেও এ জাতের বাঘ এলাকাবাসির হাতে ধরা পড়েছে। এলাকাবাসি বলছেন, ভারত সীমান্ত পার হয়ে এ সব বাঘ ভোলাহাটের অভ্যন্তরে প্রবেশ করছে বলে দাবী করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০