ভোলাহাটে ফল ধরা আম ও মাল্টা গাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। উপজেলার ইসলামপুর (সাংবাদিক পল্লী)র পাশে এ ঘটনা ঘটেছে বাগান মালিক ময়ামারী গ্রামের মৃত এমাজউদ্দীনের ছেলে কসিমুদ্দীন জানান, ১১ আগষ্ট সকালে আম (কাটিমন) ও মাল্টা (বারী ওয়ান) বাগান দেখতে আসলে ১০ আগষ্ট মঙ্গলবার রাতে কে বা কারা রাতের অন্ধকারে ফল ধরা ৫টি আম ও ৪টি মাল্টা গাছ গোড়া থেকে দু'আড়াই ফুট উপর থেকে ধারালো হাসুয়া দিয়ে কেটে নিচে ফেলে রেখেছে।
তিনি বলেন, এ জাতের আম বছরে দু'বার ফল দেয়। মাল্টা এ বছর প্রথম ফল ধরেছে। তিনি আরো বলেন, এ বাগানে ৬ মাস পূর্বে একই ভাবে ৮টি আম গাছ কেটে ফেলে দূর্বৃত্তরা। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বাগান মালিক জানিয়েছেন।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০