দুর্যোগ আগাম সতর্কবার্তা,সবার জন্য কার্যব্যবস্থা "এই প্রতিপাদ্য কে সামনে রেখে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৯ টার দিকে ভোলাহাট উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়াজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উপলক্ষে ভূমিকম্প, অগিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. গরিবুল্লাহ দবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউসার আলম সরকার, গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাো. তফিকুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মো. আফসার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আইয়ুব আলী মন্ডল , ফায়ার সার্ভিস দল ও স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পরে ফায়ার সার্ভিসের দল ভূমিকম্প ও অগিকান্ড বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০