ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাট উপজেলায় মেছো বাঘ আটক পরে বিজিবির হেফাজতে রয়েছে। উপজেলার সুরানপুর গ্রামের বড় পাইকড় নামক কবরস্থানে কয়েকজন যুবক মেছো বাঘটিকে দেখতে পেয়ে আটক করে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এঘটনা ঘটে। পরে উপজেলা প্রাণী সম্পদ বিভাগকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘটির স্বাস্থ্য পরীক্ষার করেন।
এ ব্যাপারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মেছো বাঘটির স্বাস্থ্য পরীক্ষার পরে খাবার স্যালাইন ও প্রথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে চামুশা এলাকার জংগলে বাঘটিকে অবমুক্ত করণের জন্য নিয়ে যাওয়া হয়। এসময় চামুশা বিজিবি ক্যাম্পের বিজিবিদের কাছে হস্তান্তর করা হয়।
চামুশা বিজিবির কম্পানী কান্ডার জানান, বাঘটি উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাদের হেফাজতে নিয়েছেন। তিনি জানান কর্তৃপক্ষের নির্দেশক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর পূর্বেও একাধিকবার উপজেলার বিভিন্ন জায়গায় মেছো বাঘ আটক হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০