ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ঃ ভোলাহাটে রাস্তার দু'ধারে দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান। ১৯ সেপ্টেম্বর শনিবার উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সকাল ১০টা থেকে উপজেলার মেডিকেল মোড় চৌরাস্তা ভোলাহাট-রহনপুর ও ভোলাহাট বজরাটে-শিবগঞ্জ রাস্তায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখেন। এ রাস্তায় ১৪ সেপ্টেম্বর সোমবার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালালে দোকান মালিকেরা তাদের মালামাল সরাতে কিছু সময় নেন। মালামাল সরাতে দেরি করায় ২য় দফায় ১৯ সেপ্টেম্বর শনিবার আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযানের সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি আব্দুল খালেক, উপজেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফরাজুল হক বাবু, এসআই আব্দুস সালাম, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আশরাফুল মাহালতসহ অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় দোকান মালিকেরা দ্রæত তাদের মালামলা সরিয়ে নেন। এদিকে মটরসাইকেল চালাকদের হিলমেট ও কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল চালককে জরিমানা করেন। এদিকে বিকেলে উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা (জামতলা) নামক স্থানে ভোলাহাট-রহনপুর সড়কের উপর হাট বসায় যানবাহন চলাচল বিঘœীত ও পথচারিদের চরম দূর্ভোগে পড়ায় সেখানে যান উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির। পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধ স্থাপনা দেখেন এবং তাদের দোকান অন্যত্রে সরিয়ে নেয়ার জন্য বলেন। অবৈধ্য স্থাপনা সরিয়ে রাস্তার উপর বসা হাট নির্দিষ্ট স্থানে বসানোর ব্যাবস্থা করা হবে বলে জানান। এদিকে মহানন্দা নদী হতে বীরশ^রপুর, সুরানপুর, ইমামনগর গ্রামের মধ্যদিয়ে যাওয়া ৮ কিঃমি ক্যানেল দখল করায় পয়ঃনিষ্কাশন বন্ধ হয়ে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ফলে ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার ক্যানেলটি উদ্ধারেও অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার । উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান জানান, সরকারের স্বার্থ সংশ্লিষ্ট আইনের শাসন প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ দায়িত্ব পালন করবেন। তিনি ভোলাহাট উপজেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০