ভোলাহাট প্রতিনিধিঃ ৮ম শ্রেনি থেকে অন্যের দোকানে কাজ করে পড়া-লেখা করছে ইউনুস আলী। বাবা নিয়ামুল হক দরিদ্র দিনআনা দিন খাওয়া মানুষ। মা মোসাঃ নাসিমা বেগম গৃহিনী। ইউনুস এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন(জিপিএ-৫) পেয়েছে। সে রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউটেশন থেকে বিল্ডিং মেইনটেন্যান্স নিয়ে পড়া-লেখা করেছে। সে প্রকৌশলি হতে চাই। ইউনুস উপজেলার ব্র্যাক অফিসের সামনে আলামিনের কাপড়ের দোকানে স্কুল সময় বাদে প্রতিদিন ১শত টাকা মুজুরিতে কাজ করে।
ইউনুস জানায়, তার বাবা দিনমুজুর হওয়ায় পড়া-লেখা বন্ধ হওয়ায় কাপড়ের দোকোনে কাজ নেয়। প্রতিদিন কাজ শেষে রাত ৯টার দিকে বাড়ী গিয়ে ১টা পর্যন্ত পড়া-লেখা করে। তার পড়ালেখায় দোকান মালিক সহযোগিতা করেন বলে জানায় ইউনুস। তার প্রকৌশলি হওয়ার ইচ্ছেটা পূরণ করতে ইচ্ছে প্রবল। কিন্তু শেষ পর্যন্ত অন্যের দোকানে কাজ করে আশা কি স্বপ্নই থেকে যাবে ? তার প্রবল ইচ্ছে পূরর্ণ করতে কোন স্ব-হৃদয় ব্যক্তি সহায়তা করলে হয়তো স্বপ্নটি পূরণ হতো বলে ইউনুস আশা করে।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০