ভোলাহাটের মহানদা নদীত এক অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পাল্লাডাঙ্গা আনদ বাজার সংলগ্ন মহানদা নদী থেকে ৪০/৪৫ বছর বয়সের অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করা হয়।
শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা নদীর পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশ খবর দেয়। পুলিশ সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে লাশটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন (এসআই) মো. মাহবুবুর রহমান।
স্থানীয়রা ধারনা করছেন, লাশটি ভারত থেকে ভেসে আসতে পারে। লাশটি মুসলিম বলে ধারনা করেছেন পুলিশ।
ভোলাহাট থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সেলিম রেজা চৌধুরী বলেন, লাশটি ভারত থেকে ভেসে এসেছে। ভোলাহাট থানায় হারানো জিডি নেই। তাই প্রাথমিক ধারনা লাশটি ভারতের । ১০/১২ দিন পূর্বে মৃত্যু হয়েছে এমন ধারণা করেন ওসি। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জের মর্গে পাঠানা হবে বলে তিনি জানান।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০