ভোলাহাট প্রতিনিধিঃ বহুদিন আহবায়ক কমিটির পর অবশেষে মঙ্গলবার রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশনের ম্যানেজিং কমিটির ভোট গ্রহণ সম্পন্ন হলো। দীর্ঘ ৩ বছর ধরে আহবায়ক কমিটির উপর ভর করা ম্যানেজিং কমিটি নিয়ে এলাকায় উত্তোপ্ত থাকার পর জমকালো আয়োজনের মধ্যদিয়ে মঙ্গলবার বেলা ১০ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে স্কুল কক্ষে ভোট গ্রহণ শেষ হয়।
ভোটে অভিভাবক সদস্য ৪জন নির্বাচিত হওয়ার কথা। এ পদে মোট ৬জন অভিভাবক নির্বাচনে অংশ গ্রহণ করেন। এর মধ্যে আনোয়ার হোসেন রজব, রাজু আহমেদ, জহরুল ইসলাম ও আহসানুল কবির বেশী ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হন। সংরক্ষিত মহিলা অভিভাবক পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে বেগম নির্বাচত হন।
অপরদিকে শিক্ষক প্রতিনিধি হিসেবে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করলে ফাউজুদ্দিন, মনিরুল ইসলাম ও রোকিয়া খাতুন নির্বাচিত হন। স্কুলে মোট অভিভাবক ভোটার ৬শত ১১জনের মধ্যে ৪শত ৬৯টি ভোটার ভোট প্রদান করেন। বাজেয়াপ্ত হয় ৪১টি ভোট।
এদিকে ভোটের সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ ৪জন কর্মচারী। তিনি বলেন, কোন সহিংস ঘটনা ছাড়াই সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ অবস্থায় ভোট কেন্দ্র পরির্দশন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লা আল মামুন ও ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দিন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০